Publish: Sunday, 5 October, 2025, 6:07 PM

দিনাজপুরের বোচগঞ্জে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম আকাশছোঁয়া হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে সেতাবগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি কাঁচা মরিচ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ক্রেতাদের অভিযোগ, কয়েক দিনের ব্যবধানে মরিচের দামে এই অস্বাভাবিক ঊর্ধ্বগতি তাদের দিশেহারা করে তুলেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের পক্ষে এখন মরিচ কেনা অনেকটাই কঠিন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, বিক্রেতারা কেজির পরিবর্তে পোয়া হিসেবে দাম বলছেন। প্রতি পোয়া মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে, অর্থাৎ প্রতিকেজির দাম দাঁড়াচ্ছে ৩২০ টাকা।
ক্রেতা আশিকুর রহমান বলেন, এক সপ্তাহ আগে আমি মরিচ কিনেছি ২৫০ টাকা কেজি দরে। আজ একই মরিচ কিনতে হয়েছে ৩২০ টাকা দিয়ে।
বিক্রেতারা জানান, গত কয়েক দিন কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
আরদ মালিক রোয়েল ইসলাম রোয়েল বলেন, পূজার ছুটির কারণে ভারত থেকে কাঁচা মরিচের সরবরাহ বন্ধ থাকায় দাম বেড়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ