Publish: Saturday, 4 October, 2025, 8:09 AM

সিলেটের শাহপরান এলাকায় মোবাইলে পারিবারিক ঝগড়ার ভিডিও সংরক্ষণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতার হামলায় শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সাতজনকে আটক করেছে।
শুক্রবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফয়সাল নামের একজন ব্যক্তির মোবাইলে একটি পরিবারের ঝগড়ার ভিডিও ছিল। স্থানীয় কয়েকজন তাকে ভিডিওটি মুছে ফেলতে বলেন। কিন্তু তিনি কাজটি না করায় ক্ষুব্ধ হয়ে তাকে একটি দোকানে আটক করে রাখা হয়। খবর পেয়ে প্রথমে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ওসি মনির হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে ফয়সলকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
এতে ওসি মনির হোসেনসহ আরো দুই কনস্টেবল আহত হন এবং পুলিশের একটি টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম জানান, একটি পরিবারের ঝগড়ার ভিডিও সংরক্ষণকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং তদন্ত অব্যাহত রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডার্ক টু হোপ/এসএইচ