চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদ শিকারী সীমান্ত দিযে তৃতীয় দফায় ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। তাদের মধ্যে তিনটি শিশু ও ছয়জন নারী রয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তাদের পুশ ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
স্থানীয়রা জানান, ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি ও চাঁদশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে ১৯ জনকে পুশইন করে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের একটি দল।
যাদের পুশ ইন করা হয়েছে তারা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ি থানার সালাম শেখের ছেলে আসাদুল্লাহ ইসলাম (৩৩) ও একই জেলা ও উপজেলার মনিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), বদরুজ্জামানের ছেলে হযরত আলী (২৮), যশোর জেলার চৌগাছা থানার রওশেদ আলী মন্ডলের ছেলে আরিফ হোসেন (৩৮), রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার নুরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৩৭), মাগুরা জেলার মাগুরা থানার মৃত শিবু দাস শিকদারের ছেলে সয়ন সিকদার (২২), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমজাদ আলীর ছেলে লুতফর রহমান (৩৮), খুলনা জেলার সদর উপজেলার গোলাম মোস্তফার মেয়ে জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার বাবুল হোসেনের মেয়ে সুমি ২৫) ও একই জেলা ও উপজেলার, সুজনের দুই মাসের ছেলে আব্দুল্লাহ, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার হোসেন আলীর ছেলে এবি মোত্তালেব (৪৭) এবং তার ছেলে মেহেদুল ইসলাম (২৩), একই জেলা ও উপজেলার শামস উদ্দিনের ছেলে মোকছেদুল হক (৩০), মুনাফ খন্দকারের মেয়ে মুর্শিদা বিবি (৩৭), আবু তাহের খন্দকারের মেয়ে শরিফা বেগম (২৫), মোকছেদুলের ছেলে রমজান হক (০৩), নড়াইল জেলার কালিয়া থানার দোলা মিয়া শেখের মেয়ে রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গিয়াস উদ্দিনের মেয়ে শাপলা আক্তার (২১) ও একই জেলার মারুফ হোসেনের মেয়ে রুহি আক্তার (০২)।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবির) অধীনস্থ চামুচা ও চাঁনশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ১৯ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃতদের স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।
এর আগে এ উপজেলার চাঁদশিকারি সীমান্ত দিয়ে ৩ জুন ৮ জনকে এবং ৩ মাস আগে একই সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করে বিএসএফ
ডার্ক টু হোপ/এসএইচ