রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ
পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-দিনাজপুর রেল যোগাযোগ বন্ধ
দিনাজপুর প্রতিনিধি
Publish: Wednesday, 17 September, 2025, 1:46 PM

৭ দফা দাবিতে দিনাজপুরে রেলপথ ও সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো মধ্যে রয়েছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের বিতর্কিত নিয়োগবিধি সংশোধন; ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন; উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা; কারিগরি শিক্ষা খাতের সব প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ; স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগ।

শিক্ষার্থীরা মহাসড়কে বাস দাঁড় করিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন এবং রেললাইনে বসে থেকে স্লোগান দিতে থাকেন। এতে দিনাজপুরের সঙ্গে রাজধানী ঢাকা ও উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও–পঞ্চগড় রেলযোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পাশাপাশি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

অবরোধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আলোচনা চলছিল।

অবরোধ চলাকালীন মহাসড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করে। পুরো এলাকা তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হলেও এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ডিএসইতে কমেছে সূচক, ৭৯ শতাংশ কোম্পানির দরপতন
নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা
ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যেসব দেশের নাগরিক
কলেজের পাশে ময়লার ভাগার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝