রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশ
দিনাজপুরে পৃথক ঘটনায় সাপের কামড়ে ৩ গৃহবধূর মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
Publish: Wednesday, 17 September, 2025, 7:49 AM

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুই ইউনিয়নের তিন জন সাপের কামড়ে মারা যায়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫), পুকুরি সিংপাড়া গ্রামের শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫) ও শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কনিকা রানী রান্না করছিলেন। হঠাৎ খড়ির মধ্যে লুকিয়ে থাকা এক সাপ তাকে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে তার মৃত্যু হয়। একই দিনে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বুলবুলি বেগম মাটির চুলা থেকে ছাই তোলার সময় সাপের কামড়ে আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে মেডিকেল কলেজে পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে। এর আগের দিন সোমবার রাত ৮টায় পুকুরি সিংপাড়া গ্রামের বিনা রানী ঘরের ইঁদুরের গর্ত বন্ধ করার সময় সাপের কামড়ে মারা যান।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নুরে আলম বলেন, আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম রয়েছে। তবে রোগীর উপসর্গ এবং সাপের প্রজাতি শনাক্ত করে ইনজেকশন দেওয়া হয়। যেসব রোগী এসেছিলেন, তাদের অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। একজনের ক্ষেত্রে সাপে কামড়ানোর স্পষ্ট উপসর্গও পাওয়া যায়নি। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ডিএসইতে কমেছে সূচক, ৭৯ শতাংশ কোম্পানির দরপতন
নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা
ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যেসব দেশের নাগরিক
কলেজের পাশে ময়লার ভাগার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝