মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫,
২৫ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
আইন-আদালত
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
নিউজ ডেস্ক
Publish: Monday, 8 September, 2025, 1:02 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের আগে হঠাৎ করেই হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। নির্বাচন স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

রিট আবেদনে কী কারণ দেখানো হয়েছে কিংবা আদালত কবে শুনানির জন্য আবেদনটি গ্রহণ করবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রিট দায়েরের খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী ও সংগঠন আশঙ্কা করছেন, এ রিটের কারণে বহুল প্রতীক্ষিত নির্বাচন আবার পিছিয়ে যেতে পারে।

প্রায় তিন দশকেরও বেশি সময় পর জাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল জাবি প্রশাসন। ভোটের দিন চূড়ান্ত না হলেও, চলতি মাসের ১১ সেপ্টেম্বর নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল। ইতোমধ্যে সব পক্ষ প্রস্তুতি নিয়েছে, মনোনয়ন জমা পড়েছে, পোস্টারিং চলছে, এবং ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী জোট ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা অনেক শিক্ষার্থীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে। নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার এ কে এম রাশিদুল আলম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনা মোতায়েনের আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। এর এক বছর পর, ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্র বহিষ্কারের ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ বাধে। এর পরিপ্রেক্ষিতে জাকসু ও হল সংসদ বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই থেকে টানা ৩৩ বছর ধরে আর কোনো নির্বাচন হয়নি। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে এর আগে ৯ বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে হাইকোর্টে রিট দায়ের হওয়ায় নির্বাচন স্থগিত হওয়ার শঙ্কায় রয়েছে। যদিও অনেকে মনে করছেন, যদি রিটের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট কোনো আইনি ত্রুটি উঠে আসে, তাহলে তা সংশোধনের সুযোগ তৈরি হতে পারে। আবার অনেকে এটিকে একটি সুপরিকল্পিত কৌশল হিসেবেও দেখছেন, যাতে নির্বাচন পিছিয়ে দেওয়া যায়।

এর আগে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়েও হাইকোর্টে রিট হয়েছিল। হাইকোর্ট প্রথমে নির্বাচন স্থগিত করলেও, পরে আপিল বিভাগ সে আদেশ স্থগিত করে দেয়, ফলে নির্ধারিত তারিখ ৯ সেপ্টেম্বরেই ভোট হচ্ছে। ওই মামলায় এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন বামজোটের প্যানেলভুক্ত প্রার্থী ফাহমিদা আলম।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে নেপাল
সীমানা পুনর্বিন্যাস নিয়ে ঢাকা-খুলনা ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ
ফেসবুকে ফিরল পুরোনো ‘পোক’ ফিচার, যুক্ত হলো নতুন সুবিধা
ডাকসু নির্বাচন: ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, ভেতরে বিজিবির টহল
ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
আইন-আদালত- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝