ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন নিয়ে তৈরি আইনি জটিলতার নিষ্পত্তি করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। রায়ে উচ্চ আদালত বলেছেন, এই নির্বাচনে কোনো বাধা নেই। ৯ সেপ্টেম্বরই এই নির্বাচন হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ এই রায় দেন। এর আগে এর ওপর দীর্ঘ সময় শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন এবং বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে উপস্থাপনের নির্দেশ দেন।
ডার্ক টু হোপ/এসএইচ