শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫,
২২ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
খেলাধুলা
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে সিরিজ শুরু বাংলাদেশ যুবাদের
স্পোর্টস ডেস্ক
Publish: Saturday, 6 September, 2025, 8:47 AM

ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) লাভবোরোর হেসলেগ্রেভ গ্রাউন্ডে আগে ব্যাট করে রিজানের দুর্দান্ত সেঞ্চুরি ও আলীনের হাফ-সেঞ্চুরিতে ভর করে ২৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় যুবারা। জবাবে রাতুলের ঘূর্ণিতে মাত্র ২০৫ রানে অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড, ফলে ৮৭ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।

আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগার যুবারা। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের পর এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে রয়েছে তারা।

শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে রিজান ও আলীনের ১৪৮ রানের জুটি বাংলাদেশকে বড় স্কোরের ভিত গড়ে দেয়। ৮৪ বলে ৬৮ রান করে আউট হন আলীন। অন্যপ্রান্তে দাঁড়িয়ে ১০১ বলে দুর্দান্ত ১০০ রান করে সাজঘরে ফেরেন রিজান। 

শেষ দিকে সামিউন বসির রাতুলের ১৩ বলে ২১ ও আল আমিনের অপরাজিত ২২ বলে ২৫ রানে ভর করে ২৯২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ইংল্যান্ডের হয়ে মিন্টো ৬৮ রানে ৫ উইকেট নিয়েছেন।

২৯৩ রানের টার্গেটে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। আল ফাহাদ ফিরিয়ে দেন ওপেনার ডওকিন্সকে। এরপর ইসাক (৭৫) ও বেনিসন (৩৬) কিছুটা লড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। 

শেষ পর্যন্ত ২০৫ রানেই থেমে যায় তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে রাতুল ৯ রানে ৪ উইকেট নেন। স্বাধীন শিকার করেন ২ উইকেট, এছাড়া ফাহাদ, রিজান ও আজিজুল তামিম নেন ১টি করে উইকেট।

পাঁচ ম্যাচ সিরিজে এটি ছিল প্রথম জয়। আগামী ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া যুবারা।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
২৯২/১০ (৪৯.২) (জাওয়াদ ৪০, রিফাত ১১, আজিজুল তামিম ৯, কালাম ৬৮, রিজান ১০০, রাতুল ২১, আল আমিন ২৫; মিন্টো ৫/৬৮, হটন ৩/৪৯)

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল
২০৫/১০ (৩২.২) (ইসাক ৭৫, বেনিসন ৩৬, থমাস ২৫, নেলসন ২১; রাতুল ৪/৯, স্বাধীন ২/৪০)

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে বাস খালে পড়ে নিহত ৫
আইসিটি অগ্রগতি সূচকে মিয়ানমার-শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার
গাজায় ইসরায়েলি হামলায় আরো ৬৯ ফিলিস্তিনি নিহত
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝