শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫,
২২ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
খেলাধুলা
বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ
স্পোর্টস ডেস্ক
Publish: Wednesday, 3 September, 2025, 11:15 PM

সিলেটে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল জয় নিশ্চিত করে নেদারল্যান্ডসকে বাংলাওয়াশ করা। অন্যদিকে, অন্তত এক ম্যাচ জিতে দেশে ফিরতে চেয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু কোনো লক্ষ্যই পূরণ হয়নি। সিলেটে দুই দলকে ছাপিয়ে জয় পেয়েছে বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানের পুঁজি দাঁড় করিয়েছিল বাংলাদেশ। তবে বৃষ্টি আর না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। প্রথম দুই ম্যাচ জেতায় ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ৮ বলে ১২ রান করে ফেরেন সাইফ হাসান। টেস্ট সুলভ ব্যাটিংয়ে তাওহিদ হৃদয়  খেলেছেন ১৪ বলে ৯ রানের ইনিংস। ১৯ বলে ২১ রানের মন্থর ইনিংস খেলে ফেরেন শামীম পাটোয়ারী।

বাকিদের ব্যর্থতার আড়ালে চওড়া হাসি ছিল লিটনের ব্যাটে। তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি। ডাচ বোলারদের শাসন করে তিনি ফিরেছেন ৪৬ বলে ৭৩ রানের ঝঁকঝঁকে ইনিংস খেলে।

দীর্ঘদিন পরে একাদশে ফিরে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন নুরুল হাসান সোহান। পঞ্চম উইকেটে জাকের আলি অনিকের সঙ্গে মিলে ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। ২৩ বলে ৪২ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার।

এরপর ১৮.২ ওভারে বৃষ্টি এলে বন্ধ হয় খেলা। এরপর ব্যাট করার সুযোগ পায়নি বাংলাদেশ। জাকের অপরাজিত ছিলেন ১৩ বলে ২০ রানে আর সোহান ১১ বলে ২২ রানে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১৮.২ ওভারে ১৬৪/৪ (সাইফ ১২, লিটন ৭৩, হৃদয় ৯, শামীম ২১, জাকের ২০*, সোহান ২২*; আরিয়ান ৩.২-০-১৯-০, কেইল ৪-০-৫৩-৩, ড্যানিয়েল ৪-০-৪৫-০, ভ্যান ম্যাকিরিনি ৩-০-২৭-০, প্রিঙ্গেল ৪-০-১৮-১)

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া
লক্ষ্মীপুরে বাস খালে পড়ে নিহত ৫
আইসিটি অগ্রগতি সূচকে মিয়ানমার-শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝