শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫,
২২ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
খেলাধুলা
কাজাখস্তানকে উড়িয়ে হকি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 4 September, 2025, 9:17 PM

এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরে ভারতে বসবে হকি বিশ্বকাপের আসর।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে আশরাফুল ইসলাম গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে রোমান সরকার ও পেনাল্টি থেকে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। তৃতীয় কোয়ার্টারে আবারও গোল করেন রোমান সরকার, এরপর তায়েব আলী পঞ্চম গোল করলে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। কাজাখস্তান ৩৭ মিনিটে একটি গোল শোধ করলেও শেষ কোয়ার্টারে আর গোল হয়নি।

এই জয়ের ফলে এশিয়া কাপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

তবে এবারের আসরে খেলাই হওয়ার কথা ছিল না বাংলাদেশের। নিরাপত্তা শঙ্কা ও আর্থিক সংকটের কারণে পাকিস্তান নাম প্রত্যাহার করলে সুযোগ পায় বাংলাদেশ। একই কারণে অংশ নেয়নি ওমান, তাদের জায়গা নেয় কাজাখস্তান। সুযোগ পেয়েই সেটিকে দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে জহিরুল ইসলাম রাজনের দল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া
লক্ষ্মীপুরে বাস খালে পড়ে নিহত ৫
আইসিটি অগ্রগতি সূচকে মিয়ানমার-শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝