শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫,
২২ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
রাজনীতি
নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জোনায়েদ সাকি
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 3 September, 2025, 8:01 AM

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আগামী নির্বাচনের পরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণফ্রন্টের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন।

জোনায়েদ সাকি বলেন, সরকার প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করতে ব্যর্থ হয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে, যা নির্বাচনী পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করতে জাতীয় ঐকমত্য কমিশন ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিচার ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শুধু দৃশ্যমান বিচার নিশ্চিত করাই নয়, বরং সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ। সংবিধান-সংশ্লিষ্ট নয়, এমন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে তা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন এবং পরে সংসদে বৈধতা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় আরো ৬৯ ফিলিস্তিনি নিহত
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে সিরিজ শুরু বাংলাদেশ যুবাদের
আজও থাকতে পারে গরম, সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টি
কারাবন্দি সু চির শারীরিক পরিস্থিতির অবনতি
রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা, নিহত ১
রাজনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝