Publish: Sunday, 31 August, 2025, 11:49 PM

জরুরি পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে চাঁদপুরে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) চাঁদপুর আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী ফজলে বারি।
তিনি জানান, কুমিল্লা থেকে চাঁদপুরগামী গ্যাস সরবরাহ লাইনের লাকসাম মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকার প্ল্যান্টে পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন।
এদিকে, ইতোমধ্যে এসব এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে। সোমবারও (১ সেপ্টেম্বর) প্রচারণা চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
ডার্ক টু হোপ/এসএইচ