Publish: Sunday, 31 August, 2025, 1:52 PM

কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। একইসঙ্গে কোনো ডিপ্লোমাধারী যেন তাদের নামের পাশে ‘কৃষিবিদ’ শব্দ ব্যবহার করতে না পারে, সেটিও নিশ্চিত করার দাবি জানান তারা।
অবরোধের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
ডার্ক টু হোপ/এসএইচ