বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহ ব্যুরো
Publish: Wednesday, 27 August, 2025, 8:19 PM

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজিচালক আব্দুল মতিন (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় উল্টো পথে আসা ঢাকামুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখি একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী হাফিজ উদ্দিন নিহত হন। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ সিএনজিচালক আব্দুল মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার এসআই আবু তালেব ভূঁইয়া বলেন, উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝