বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
শিল্প সাহিত্য
এবার শিল্পকলার পরিষদ থেকে আলতাফ পারভেজের পদত্যাগ
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 22 July, 2025, 7:32 AM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। সোমবার (২১ জুলাই) এক পত্রে তিনি নিজের ‘ব্যক্তিগত ব্যস্ততা’ ও ‘শারীরিক অসুস্থতা’র কথা উল্লেখ করলেও পদত্যাগের পেছনে একাডেমির নেতৃত্বশূন্যতা ও কার্যক্রমে স্থবিরতার প্রসঙ্গটিই জোরালোভাবে উঠে এসেছে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে পাঠানো পদত্যাগপত্রে আলতাফ পারভেজ লিখেছেন, ‘জামিল আহমেদ পদত্যাগের পর এখনো কোনো নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়ায় একাডেমির ‘ইকো’টাই যেন হারিয়ে গেছে। এই অবস্থায় পদ আঁকড়ে থাকাটা অনৈতিক বলে মনে করি।’

তিনি আরো বলেন, ‘আমি তো জামিল আহমেদের আহ্বানে পরিষদে এসেছিলাম। এখন তাঁর অনুপস্থিতিতে পরিষদের অর্থহীনতা স্পষ্ট।’

গত ফেব্রুয়ারিতে জামিল আহমেদের পদত্যাগের পর থেকে একাডেমির শীর্ষ পদে স্থায়ী কোনো নিয়োগ হয়নি। দায়িত্ব পালন করছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ওয়ারেছ হোসেন, যিনি বর্তমানে একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক।

আলতাফ পারভেজের অভিযোগ অনুযায়ী, গত ৯ মাসে পরিষদের মাত্র একটি সভা অনুষ্ঠিত হয়েছে। অথচ শিল্পকলা একাডেমি আইন অনুসারে প্রতি তিন মাস অন্তর সভা আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া, চলতি জুলাই মাসের শুরুতে একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামানও পদত্যাগ করেছেন, যা একাডেমির ভেতরের অচলাবস্থাকে আরও স্পষ্ট করে তুলেছে।

গত অক্টোবরে পুনর্গঠিত এই পরিচালনা পরিষদে আলতাফ পারভেজ ছাড়াও অন্তর্ভুক্ত হয়েছিলেন ছায়ানটের সংগীতশিক্ষক লায়েকা বশীর, নৃত্যশিল্পী র‍্যাচেল অ্যাগনেস প্যারিস ও সমাজবিজ্ঞানী সামিনা লুৎফা নিত্রাসহ বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। পরিষদের সভাপতি পদে রয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির মহাপরিচালক।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
শিল্প সাহিত্য- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝