গোপালগঞ্জে জনশৃঙ্খলা, শান্তি—শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ’র সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ আদেশ জারি করেছেন।
এর আগে গত বুধবার গোপালগঞ্জে এনসিপি’র জুলাই পদযাত্রাকে কেন্দ্র কেন্দ্র সহিংসতার পর প্রথমে ওইদিন রাত ৮টা থেকে বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করা হয়। পরবর্তীতে সময়সীমা বৃদ্ধি করে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত এবং তিনঘন্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।
তবে, কারফিউ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারফিউ চলাকালীন সকল দোকানপাঠ, ব্যবসা—প্রতিষ্ঠান বন্ধ ছিল। জরুরী প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় বের হয়নি।
ডার্ক টু হোপ/এসএইচ