শনিবার, ১৯ জুলাই ২০২৫,
৪ শ্রাবণ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ জুলাই ২০২৫
জাতীয়
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
নিউজ ডেস্ক
Publish: Friday, 18 July, 2025, 11:49 AM

রাজধানী ও এর আশপাশে টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার বায়ুদূষণ কিছু্টা কমেছিল। তারপরও শুক্রবার ছুটির দিনে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর।

শুক্রবার (১৮ জুলাই) বিশ্বে বায়ুদূষণের তালিকায় শহরটি সপ্তম অবস্থানে রয়েছে। সকাল ৯টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ১২৩। সংবেদনশীল গোষ্ঠীর জন্য আজ ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর। 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

শুক্রবারের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে কঙ্গোর রাজধানী কিনশাসা। যার একিউআই স্কোর সর্বোচ্চ রেকর্ড ১৭৪। এরপর যথাক্রমে ১৬৭, ১৫৯ ও ১৫৫ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের লাহোর, ও বাহরাইনের মানামা।

তালিকায় পরবর্তী দুটি স্থানে আছে-উগান্ডার কাম্পালা ও ব্রাজিলে সাওপালো। যাদের স্কোর যথাক্রমে ১২৪ ও ১২৩।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ভারতে রুশ তেল শোধনাগারের ওপর ইউরোপের নিষেধাজ্ঞা
ইউক্রেনের মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন প্রধানমন্ত্রী হলেন ইউলিয়া
গোপালগঞ্জে কারফিউ’র সময়সীমা শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৪
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝