Publish: Wednesday, 16 July, 2025, 2:30 PM

রাজধানীর যাত্রাবাড়ী থানার রাজমিস্ত্রী রাসেলসহ পৃথক দুই মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
এ ছাড়া এদিন যাত্রাবাড়ী থানার সাংবাদিক মেহেদীসহ দুটি হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে রিমান্ড আবেদেনর শুনানিতে সাবেক স্বরাষ্ট্র সচিব নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমরা হেলিকপ্টার থেকে গুলি করিনি, এটা সম্পন্ন মিথ্যা।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাঁর দাবির বিরুদ্ধে আদালতে বক্তব্য দেন। পরে দুইপক্ষের শুনানি শেষে রিমান্ডে আদেশ দেন আদালত।
গত বছরের জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনের সময় বিক্ষোভ অংশ নেয় বহু মানুষ। ওই আন্দোলনে হামলা চালায় পুলিশ।
ডার্ক টু হোপ/এসএইচ