মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫,
৩১ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি করতে রাশিয়াকে ৫০ দিনের আলটিমেটাম ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Tuesday, 15 July, 2025, 6:58 AM

৫০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউজে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি। এছাড়া ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র সরবরাহের পরিকল্পনাও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ইউক্রেন নিয়ে তলানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক। দীর্ঘদিন পুতিনের প্রশংসা করলেও যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য এখন তাকেই দুষছেন ট্রাম্প।

এরমধ্যেই সোমবার হোয়াইট হাউজে বৈঠক করেন ন্যাটো প্রধান মার্ক রুটোর সঙ্গে। এ সময় পুতিনের ওপর অসন্তোষও প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সাথে অনেকবার কথা বলেছি। তারপরই জানতে পারি কিয়েভ বা অন্য কোনো শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বিষয়টি অদ্ভুত। ৩/৪ বার এমনটা হওয়ার পর বুঝলাম তাঁর সাথে কথপোকথনের কোনো মানে হয় না। বছরের পর বছর তিনি মানুষকে বোকা বানিয়েছেন। বুশ, ক্লিনটন, ওবামা, বাইডেনকে বোকা বানিয়েছেন।’

বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ৫০ দিন সময় বেঁধে দিয়ে, মস্কোর বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছাতে পারি, তাহলে রাশিয়ার ওপর কড়া শুল্কারোপ করা হবে। যা হবে সেকেন্ডারি ট্যারিফ, যার অর্থ রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলো এর আওতায় আসবে।’ 

চুক্তির অধীনে, আমেরিকা ইউক্রেন অস্ত্র পাঠাবে, আর এর অর্থ দেবে ন্যাটোর দেশগুলো। এ সময় ন্যাটোর ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের নতুন প্রতিশ্রুতিরও প্রশংসা করেন ট্রাম্প।

এদিকে, প্রথম ধাপে ক্ষেপণাস্ত্রসহ বিপুল সংখ্যক অস্ত্র পাঠানো হবে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান।

ন্যাটো প্রধান মার্ক রুটে বলেন, ‘ন্যাটো ব্যবস্থার মধ্যদিয়ে কাজ করলে, আমরা ইউক্রেনের প্রয়োজন মতো প্যাকেজ তৈরি করতে পারি। আর এই ৫০ দিনের আলটিমেটামের কথা শুনার পর প্রেসিডেন্ট পুতিন হয়তো চিন্তা করবেন যে ইউক্রেনের আলোচনা তার গুরুত্ব সহকারে নেওয়া দরকার ছিল।’

সোমবার হোয়াইট হাউজে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ট্রাম্পের পাশাপাশি বৈঠকে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি ও প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ।

এদিকে রোববার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ‘নিজের দেশকে রক্ষা করার জন্য উন্নত মানের অস্ত্র দরকার ইউক্রেনের। এ কারণে দেশটিকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল পাঠাবে আমেরিকা।’ 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চালু
বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
যুদ্ধবিরতি করতে রাশিয়াকে ৫০ দিনের আলটিমেটাম ট্রাম্পের
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝