Publish: Wednesday, 9 July, 2025, 5:08 PM

চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকার বনবিভাগ কতৃক পর্যটন গমনে নিষিদ্ধ মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন—গালিব (২২) ও হৃদয় (২২)। তারা দুজনেই বন্ধু এবং ফেনী থেকে ঘুরতে এসেছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন তরুণ মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সঙ্গে স্থানীয় আরও দুইজন যোগ দেন। পাহাড়ের একটি অংশে ছবি তোলার সময় এক বন্ধুর ব্যাগ পড়ে গেলে তা আনতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
আহত স্থানীয় যুবক সৈকত ইসলাম মিরাজ জানান, আমরা পাঁচজন মিলে ট্রেইলে যাই। এক বন্ধুর ব্যাগ নিচে পড়ে গেলে গালিব ও হৃদয় তা আনতে নেমে গেলে ট্রেইলের ভেতরে পড়ে যায়।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দুই তরুণ নিখোঁজ হওয়ার খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, নিষিদ্ধ মেলখুম ট্রেইলে পর্যটক নিহতের ঘটনা মর্মান্তিক। এই বিষয়ে বনবিভাগের সাথে কথা বলে পর্যটক আসায় বাধাপ্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, মেলখুম ট্রেইল পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও সেখানে নিরাপত্তার তেমন ব্যবস্থা নেই। তাই চট্টগ্রাম উত্তর বনবিভাগ থেকে পর্যটক গমনে নিষিদ্ধ করে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘুরতে আসা পর্যটকরা প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে। এ ব্যাপারে প্রশাসন ও বনবিভাগের পক্ষ থেকে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
ডার্ক টু হোপ/এসএইচ