আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 2 July, 2025, 11:46 AM

জুলাই অভ্যুত্থানে ঢাকার সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ এই অভিযোগ দাখিল করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল–২ এ বেলা ১১টার পর এ মামলার শুনানি হবে।
আসামিদের মধ্যে সাত পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিন। মানবতাবিরোধী এ মামলায় মামলায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুলসহ অভিযুক্ত করা হয়েছে ১৬ জনকে।
এর আগে গত ২৪ জুন এই মামলার শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। ১৯ জুন মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন।
গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: