Publish: Tuesday, 1 July, 2025, 8:43 PM

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অবশেষে আদালতে দায় স্বীকার করলেন তখনকার (২০১৮) প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
আদালতে সাবেক এই সিইসি স্বীকার করেছেন, ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ ছিল না। ওটা ছিল একটা প্রহসনের নির্বাচন। যেখানে দেশের অধিকাংশ ভোটারেরই কোনো অংশগ্রহণ ছিল না।
মঙ্গলবার (১ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এই স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সিইসি নুরুল হুদা। পরে তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।
আওয়ামী লীগের সময়ে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ক্ষশতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করে গত ২২ জুন মামলা করে বিএনপি।
মামলার পর একই দিন (২২ জুন) ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা সাবেক সিইসি নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি নূরুল হুদা দুই দফায় ৮ দিনের রিমান্ডে ছিলেন। সেই রিমান্ডের মেয়াদ শেষে পাঠানো হলো কারাগারে।
ডার্ক টু হোপ/এসএইচ