Publish: Friday, 27 June, 2025, 6:34 PM

জনপ্রিয় বাউল গান ‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’-এর রচয়িতা বাউল খোয়াজ মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে তিনটায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন খোয়াজ। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর।
খোয়াজ মিয়া ‘জ্ঞানের সাগর’ ফকির দুর্বিন শাহর শিষ্য ছিলেন। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন সংগীতশিল্পী আকাশ গায়েন।
১৯৪২ সালের ১২ মার্চ বাউল খোয়াজ মিয়া জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভি আজিজুর রহমান ও মা আছতুরা বিবি। তিনি শৈশব থেকেই ছিলেন সংগীতপ্রেমী। পড়াশোনার চেয়ে বাঁশি বাজানো ও গান গাওয়ার প্রতি তার অনুরাগ ছিল প্রবল। পরিবার থেকে নিষেধাজ্ঞা থাকলেও তিনি গ্রামগঞ্জে গান গেয়ে বেড়াতেন।তিনি মরমি সাধক দুর্বিন শাহের শিষ্যত্ব গ্রহণ করেন ১৯৬২ সালে। গানের মধ্যে আধ্যাত্মিক দর্শন ও মানবতাবাদী বার্তা তুলে ধরতে শুরু করেন।
ডার্ক টু হোপ/এসএইচ