Publish: Sunday, 6 July, 2025, 9:14 PM

প্লেব্যাক সম্রাট খ্যাত এন্ড্রু কিশোর। যার গানের দরাজ কণ্ঠ শুধু চলচ্চিত্র কিংবা অ্যালবামে সীমাবদ্ধ ছিল না, বরং ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তেও নিয়মিত শোনা যেত।
হানিফ সংকেত; ‘ইত্যাদি’ অনুষ্ঠানের উপস্থাপক, পরিকল্পক এবং পরিচালক, ছিলেন তার খুব কাছের বন্ধু। আজ ৬ জুলাই (রোববার) এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস।
এন্ড্রু কিশোরের প্রয়াণ দিবসে বন্ধুকে শ্রদ্ধা জানাতে ভোলেননি হানিফ সংকেত। সামাজিক যোগাযোগমাধ্যমে এন্ড্রু কিশোরকে নিয়ে তিনি স্মৃতিচারণ করেন। ফেসবুকে তিনি লেখেন, আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গান ছিল জীবন এবং মরণ, গান ছিল তার প্রাণ। গানেই মানুষ তাকে ভালোবাসতো এবং 'প্লেব্যাক সম্রাট' উপাধি দিয়েছিল।
তিনি লেখেন, কিশোর যেমন প্রাণ খুলে গাইতে পারতো, তেমনি সবার সঙ্গে সহজে মিশে যেতে পারতো। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক ছিল প্রায় চার দশকেরও বেশি। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, এক সঙ্গে থেকেছি। কিশোর ছিল 'ইত্যাদি' অনুষ্ঠানের প্রায় নিয়মিত শিল্পী।
সবশেষে হানিফ সংকেত লেখেন, একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে। বন্ধু, ভুলিনি তোমায়, ভুলব না—ভুলতে পারবো না। ভালো থেকো, শান্তিতে থেকো।
২০২০ সালের ৬ জুলাই, ক্যান্সারের সঙ্গে লড়াই করে, সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
ডার্ক টু হোপ/এসএইচ