শনিবার, ১২ জুলাই ২০২৫,
২৮ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১২ জুলাই ২০২৫
বিনোদন
‘সাগরের তীর থেকে’ গানের শিল্পী জিনাত রেহানার প্রয়াণ
আনন্দমেলা প্রতিবেদক
Publish: Wednesday, 2 July, 2025, 7:15 PM

সংগীতশিল্পী জিনাত রেহানা মারা গেছেন। আজ বুধবার (২ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন জিনাত রেহানা।

বুধবার জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জিনাত রেহানার। এরপর চ্যানেল আই কার্যালয়ে বেলা ৩টায় দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় সংগীতশিল্পীকে।

পরিবারের মাধ্যমে শিল্পী হিসেবে পথ চলা শুরু হয় ষাট, সত্তর ও আশির দশকের সংগীতশিল্পী জিনাত রেহানার। তার মা জেব-উন-ন্নেসা জামাল ছিলেন গীতিকার ও লেখক, আর খালা আঞ্জুমান আরা বেগম বিখ্যাত কণ্ঠশিল্পী। জিনাত রেহানার স্বামী ছিলেন বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তফা কামাল সৈয়দ। জিনাত রেহানাকে গানের জগতে আসার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তাঁর খালা কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগম।

১৯৬৪ সালে বেতার ও ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিনাত রেহানা। বেতারে ১৯৬৮ সালে তাঁর ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে মাঝে তাঁকে গানে কম পাওয়া যেত।

জিনাত রেহানার গাওয়া অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘একটি ফুল আর একটি পাখি, বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকে ছিলেম’, ‘কপালে তো টিকলি পরব না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’ ইত্যাদি। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ছোটদের গানও করেছেন জিনাত রেহানা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি
সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝