বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে
নিউজ ডেস্ক
Publish: Monday, 5 May, 2025, 9:43 PM

রাজধানীর বেইলি রোডে সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সেই ভবনের বিভিন্ন তলা থেকে সাতজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।
এর আগে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ারের নয়টি ইউনিট। তারা প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: