শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ মে ২০২৫
বাংলাদেশ
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সবাই মারা গেলেন
গাজীপুর প্রতিনিধি
Publish: Monday, 5 May, 2025, 8:06 AM

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একেএকে মারা গেলেন দগ্ধ ৫ জনই। সবশেষ চিকিৎসাধীন রোববার (৪ মে) রাতে মারা গেল তানজিলা আক্তার (১০) নামে শিশুটি।

তানজিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান।

তিনি জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে সে মারা গেছে। এই ঘটনায় গত মঙ্গলবার তানজিলার মা তাসলিমা আক্তার  ও চিকিৎসাধীন মারা গিয়েছেন। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এরআগে, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় তাসলিমা আক্তার (৩০) তাসলিমার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশী ভাড়াটিয়া সিমা (৩০), পারভিন (৩৫) ও পারভিনের দেড় বছরের ছেলে আইয়ান।

মৃত তানজিলার বাবা হোসেন আলী জানান, সে নিজে গার্মেন্টসে চাকরি করতেন। ঘটনার সময় তানজিলাকে নিয়ে ঘরেই অবস্থান করছিল তাসলিমা। হঠাৎ বিকট শব্দে বাড়িতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয় স্ত্রী তাসলিমা ও মেয়ে তানজিলা। তাসলিমা ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত মঙ্গলবার মারা যায় তাসলিমা। আজ রাত ১১টার দিকে মারা যায় মেয়ে তানজিলা। তাদের গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধারাপানি গ্রামে। 

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রোমান জানান, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে বাসাটিতে রান্না করছিলেন আয়নের মা পারভিন। তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ তারা পাঁচজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ভারতের একাধিক প্রদেশে ড্রোন হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
বিমান সচিবের বাড়ি থেকে ২ বোনের রক্তাক্ত লাশ উদ্ধার
সুন্দরবনের চরে ৭৮ জনকে রেখে গেছে বিএসএফ
ভারতে ইউটিউবে ৪ বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ
সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝