শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ মে ২০২৫
বাংলাদেশ
ছবি তোলায় সন্ধ্যায় আটকের পর মধ্যরাতে দুই বাংলাদেশিকে ছাড়লো বিএসএফ
লালমনিরহাট প্রতিনিধি
Publish: Saturday, 3 May, 2025, 9:16 AM

এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর উপপিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

পরে বিএসএফ এর সঙ্গে বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার (২ মে) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটক হওয়া দুই যুবক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের মাহফুজ ইসলাম ইমন (১৬) ও বগুড়া জেলার সাজেদুল ইসলাম (২২)। এর আগে শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধবলসূতি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮২৫/১-এস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ও ভিডিও ধারণের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। ঘটনার খবর পেয়ে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। রংপুর সেক্টর কমান্ডারের মাধ্যমে বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে আলোচনা হলে দুই বাংলাদেশিকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়।

পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে মুচলেকার ভিত্তিতে অভিভাবকদের কাছে ওই দুই যুবককে হস্তান্তর করা হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ভারতের একাধিক প্রদেশে ড্রোন হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
বিমান সচিবের বাড়ি থেকে ২ বোনের রক্তাক্ত লাশ উদ্ধার
সুন্দরবনের চরে ৭৮ জনকে রেখে গেছে বিএসএফ
ভারতে ইউটিউবে ৪ বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ
সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝