শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১০ মে ২০২৫
বাংলাদেশ
বিএনপির দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
কুমিল্লা প্রতিনিধি
Publish: Tuesday, 29 April, 2025, 12:41 AM

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল ঘিরে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের হয়েছে। এতে দুই পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মোহনপুর-উজিরাকান্দি ব্রিজের পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর দাখিল মাদ্রাসা মাঠে কাউন্সিল শুরু হলে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কাউন্সিল স্থলে আসতে শুরু করে। সভাপতি প্রার্থী মাজেদুল ইসলাম মন্টু বহিরাগত সন্ত্রাসীর গাড়ির বহর নিয়ে কাউন্সিল স্থলে আসছে এমন অভিযোগ তুলে হামলা করে অপর সভাপতি প্রার্থী আক্তার বেপারী ও তার লোকজন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

সভাপতি প্রার্থী আক্তার বেপারী বলেন, আমি সম্মেলনস্থলে ছিলাম। বহিরাগত অনেক লোকজন সম্মেলনে আসছে শুনে তাদেরকে ফিরিয়ে দিয়েছি। কে বহিরাগতদের এনেছে জানতে চাইলে আক্তার বেপারী বলেন, মন্টু এনেছে।

এদিকে মাজেদুল ইসলাম মন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো বহিরাগত লোক নেইনি, সবাই আমার উপজেলার লোক। আমার লোকজনের ওপর আক্তার বেপারী নিজে হামলা করেছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গনি ভূঁইয়া বলেন, ঘটনা কাউন্সিলস্থল থেকে অনেক দূরে হয়েছে। তবে আমাদের কাউন্সিল শান্তিপূর্ণভাবে হয়েছে।

তিতাস থানার ওসি শহিদ উল্যাহ বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করি। তবে বেশ কয়েকজন আহত হলেও তাদের নাম জানা সম্ভব হয়নি।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ভারতের একাধিক প্রদেশে ড্রোন হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
বিমান সচিবের বাড়ি থেকে ২ বোনের রক্তাক্ত লাশ উদ্ধার
সুন্দরবনের চরে ৭৮ জনকে রেখে গেছে বিএসএফ
ভারতে ইউটিউবে ৪ বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ
সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝