মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
শিক্ষা
আবাসন ভাতার দাবিতে ভবন ঘেরাও, জবি ভিসি–কোষাধ্যক্ষ ১৩ ঘণ্টা অবরুদ্ধ
অনলাইন ডেস্ক
Publish: Monday, 26 January, 2026, 9:08 AM

আবাসন ভাতার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়–এর ২০তম ব্যাচের (২০২৪–২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ ছিলেন।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা পর্যন্ত টানা ১৩ ঘণ্টা তারা অবরুদ্ধ ছিলেন।

এর আগে এদিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সকালে ভাতার দাবিতে শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কলা ভবন, শহীদ সাজিদ ভবন ও বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে মিছিল করে প্রশাসনিক ভবন ঘেরাও করেন।

রোববার বেলা ৩টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন। তিনি বলেন, ২০তম ব্যাচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি গৌরবান্বিত ব্যাচ। প্রথম বর্ষে পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশে শিক্ষার্থীদের নানা সমস্যার মুখে পড়তে হয়। নীতিমালা অনুযায়ী, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম কিস্তিতে যুক্ত করলে ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বৃত্তি থেকে বঞ্চিত হবেন। কারণ, চলমান পাঁচটি ব্যাচের নীতিমালা অনুযায়ী তারা (১৫তম ব্যাচ) বৃত্তি পাবেন না। তবে যমুনা আন্দোলনে তাদের ভূমিকা অগ্রগণ্য ছিল বলেও উল্লেখ করেন তিনি।

কোষাধ্যক্ষ আরও বলেন, ‘আমার একার সিদ্ধান্তে কোনো কিছু হবে না। এটি এক মিনিটে নেওয়ার মতো সিদ্ধান্তও নয়। আমরা কমিটির সবার সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করব।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ২০তম ব্যাচের একটি প্রতিনিধিদল কোষাধ্যক্ষের সঙ্গে আলোচনা করছে বলে জানা গেছে।

এ বিষয়ে ইনস্টিটিউট অব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ‘আমাদের দাবি—সম্পূরক বৃত্তির প্রথম কিস্তিতে ২০তম ব্যাচকে অন্তর্ভুক্ত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

সংগীত বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়ালিদ হাসান বলেন, নীতিমালা অনুযায়ী ৭০ শতাংশ শিক্ষার্থীকে সম্পূরক বৃত্তি দেওয়ার কথা। ২০তম ব্যাচকে অন্তর্ভুক্ত করলেও ৭০ শতাংশ পূরণ হয় না, কিন্তু প্রথম কিস্তিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত উপাচার্য ভবনের ভেতরেই অবস্থান করবেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝