মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
শিক্ষা
স্কুলে শিশু নির্যাতনে মামলা: ২ শিক্ষক পলাতক, স্কুল বন্ধ
নিউজ ডেস্ক
Publish: Friday, 23 January, 2026, 8:29 AM

ঢাকার পল্টনে একটি স্কুলে দুই শিক্ষকের হাতে শিশু নির্যাতনের ভিডিও ভাইরালের ছড়িয়ে পড়ার পর মামলা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মধ্যে স্কুল বন্ধ করে আসামিরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

‘শারমিন একাডেমি’ নামে ওই স্কুলটিতে ভর্তি হওয়ার মাত্র সাত দিনের মাথায় শিক্ষকদের হাতে নির্যাতনের শিকার হয় চার বছর বয়সী শিশুটি।

স্কুলের পোশাক পরা শিশুকে টেনেহিঁচড়ে অফিস কক্ষে নিয়ে যান এক নারী। তিনি শিশুটিকে চড় মারেন। এরপর অফিস কক্ষে থাকা এক পুরুষ কখনও শিশুটির গলা চেপে ধরেন, কখনও মুখ চেপে ধরেন। ভয়ে শিশুটি কাঁদছিল। ওই নারী হাত ধরে তাকে আটকে রাখছিলেন। একপর্যায়ে পুরুষটি একটি স্ট্যাপলার হাতে শিশুটির কাছে এগিয়ে গিয়ে তার মুখ স্ট্যাপল করার ভঙ্গি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় এমন দৃশ্য। পরে জানা যায়, এটির ঘটনাস্থল রাজধানীর পল্টনের শারমিন একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ভিডিও ফুটেজে থাকা নারী অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি হলেন স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার।

এক পর্যায়ে পুরুষ ব্যক্তিটি কক্ষের বাইরে যান, আবার ফিরে এসে শিশুটির গলায় ধরে সোফায় চেপে ধরতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ঘটনাটি ১৮ জানুয়ারি দুপুর ১টার দিকের। ৪ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার দিয়ে অনেকেই এই ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জড়িতদের শাস্তির পাশাপাশি স্কুলে পাঠানো শিশুদের অভিভাবকদের এ বিষয়ে আরো সচেতন হওয়ার কথা বলেছেন।

সাজিদা ইসলাম পারুল নামে একজন লেখেন, “ভিডিওটি দেখে সত্যিই কলিজা কেঁপে উঠেছে। চার মিনিট ধরে একটানা একটি শিশুকে নির্যাতন—এ কেমন মানুষ, কেমন বর্বর শিক্ষক এরা! এটাই নাকি রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠান ‘শারমিন একাডেমি’-তে শিশু শাসনের নমুনা চিত্র। ভাবতেই গা শিউরে ওঠে, যেখানে শিশুদের নিরাপদ থাকার কথা, সেখানে তারা ভয় আর আঘাতের শিকার হচ্ছে।”

তিনি বলেন, আমরা অভিভাবকরা কি আদৌ যথেষ্ট সচেতন? শুধু নামী স্কুল বা চকচকে ভবন দেখেই কি সন্তানদের হাতে তুলে দিচ্ছি? ভর্তি করানোর আগে স্কুলের পরিবেশ, ব্যবস্থাপনা আর তথাকথিত ‘শিক্ষক’দের মানসিকতা সম্পর্কে খোঁজ নেওয়া কতটা জরুরি—এই ভিডিও যেন সেটাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

“শিশুরা শিখতে যায়, ভয় পেতে নয়। তাদের মানুষ করতে হয় ভালোবাসা দিয়ে।”

পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেছেন, ভুক্তভোগী ওই শিশুটির মা বৃহস্পতিবার শিশু অধিকার আইনে একটি মামলা করেছেন। মামলায় স্কুলের শিক্ষক পবিত্র বড়ুয়া ও তার স্ত্রী শারমিন জামানকে আসামি করা হয়েছে।

ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন তুলে ধরে তিনি বলেন, “স্কুলটিও বন্ধ রয়েছে, আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।”

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝