মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পর ফের ফ্লাইট চালু করল এয়ার ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 24 January, 2026, 7:44 PM

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সাময়িকভাবে স্থগিত রাখা দুবাইগামী ফ্লাইট আবারও চালু করেছে ফ্রান্সের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা এয়ার ফ্রান্স। শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পরিস্থিতি পর্যালোচনা করে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পর ফ্লাইট পরিচালনা আবার শুরু করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে মার্কিন যুদ্ধজাহাজের একটি ‘আরমাডা’ পাঠানোর কথা বলার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ে। এর পরিপ্রেক্ষিতেই এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল। খবর আল জাজিরার।

এয়ার ফ্রান্স জানায়, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে আবারও সিদ্ধান্ত পর্যালোচনা করা হতে পারে।

এদিকে একই গ্রুপের অন্তর্ভুক্ত ডাচ বিমান সংস্থা কেএলএম এখনো মধ্যপ্রাচ্যের কয়েকটি শহরে ফ্লাইট স্থগিত রেখেছে। সংস্থাটি জানিয়েছে, তেল আবিব, দুবাই, দাম্মাম ও রিয়াদে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে এবং ইরান, ইরাক, ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে চলা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক বিমান চলাচলেও স্পষ্টভাবে পড়ছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী দিনে ফ্লাইট পরিচালনা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝