Publish: Friday, 23 January, 2026, 11:12 PM

পবিত্র রমজান মাসজুড়ে নামাজে বাইরে লাউডস্পিকার ব্যবহারের নিষেধাজ্ঞা পুনরায় নিশ্চিত করেছে সৌদি আরব। ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রী শেখ আবদুললতিফ আল শেখ জানিয়েছেন, রোজার মাসে মসজিদগুলোতে বাহ্যিক স্পিকারের মাধ্যমে নামাজ সম্প্রচার করা যাবে না।
তিনি বলেন, বাইরের লাউডস্পিকারের ব্যবহার কেবল আজান ও ইকামার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
রমজান সামনে রেখে মসজিদ প্রস্তুতির অংশ হিসেবে ইসলামবিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার একটি পরিপত্র জারি করে। এতে রমজান মাসে মসজিদ পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী সরকারি নামাজের সময়সূচি কঠোরভাবে অনুসরণ করার ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে এশার নামাজের নির্ধারিত সময় মানা এবং প্রতিটি নামাজে আজান ও ইকামার মধ্যবর্তী নির্ধারিত বিরতি বজায় রাখার নির্দেশ রয়েছে।
মন্ত্রণালয় জানায়, ইফতার আয়োজন কেবল নির্ধারিত আঙিনা বা খোলা জায়গায় করতে হবে। একই সঙ্গে মসজিদের প্রয়োজন অনুযায়ী পানির দান ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত মজুত না হয়।
এ ছাড়া মসজিদের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ কর্মীদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরো তৎপর হতে বলা হয়েছে। বিশেষভাবে নারীদের নামাজের স্থানগুলোর প্রতি বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এসব পদক্ষেপের লক্ষ্য হলো রমজান মাসে মুসল্লিদের জন্য একটি শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করা, পাশাপাশি আশপাশের বাসিন্দাদের স্বাচ্ছন্দ্য বজায় রাখা।
সূত্র : গালফ নিউজ
ডার্ক টু হোপ/এসএইচ