মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
ধর্ম
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 20 January, 2026, 9:13 PM

চলতি বছরের রমজান শুরু হতে খুব বেশি একটা দেরি নেই। ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি শুরু হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন চলতি বছরের রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি প্রকাশ করে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিরা এ সময়সূচি চূড়ান্ত করেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়।

সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ভোর ৫টা ১২ মিনিট ও সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে।



দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, হিজরি মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চাঁদ দেখার প্রেক্ষিতে এই সময়সূচি একদিন আগে-পরে হতে পারে। বর্তমানে মুসলিম বিশ্ব রজব মাস অতিবাহিত করছে এবং রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছে। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
ধর্ম- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝