মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬,
১৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
অর্থনীতি
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা
নিউজ ডেস্ক
Publish: Friday, 23 January, 2026, 9:01 AM

একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। দুই বছরের জন্য ব্যাংকগুলোর আমানতকারীরা ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। এ ছাড়া চলতি বছর থেকে বাজারভিত্তিক মুনাফা দেওয়া হবে। সব ব্যাংকের প্রশাসক বরাবর চিঠি দিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ১৪ জানুয়ারি সব ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সব আমানতের কোনো মুনাফা নেই বলে বিবেচনা করা হবে। কেউ মুনাফা তুলে থাকলে 'হেয়ারকাট' তথা মূল থেকে সমন্বয় করা হবে। এ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। এমন পরিস্থিতিতে এখন নতুন করে ৪ শতাংশ মুনাফা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। শুধু ব্যক্তিগত ও মেয়াদি আমানতের ক্ষেত্রে এই মুনাফা কার্যকর হবে।

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হচ্ছে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা আছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ ভিত্তি ধরে সব আমানত স্থিতি পুনরায় হিসাবায়ন করতে হবে। মাসিক বা নির্দিষ্ট সময় অন্তর মুনাফা-ভিত্তিক আমানতের ক্ষেত্রে ২০২৪ ও ২০২৫ সালের জন্য ৪ শতাংশের বেশি মুনাফা প্রদান করা হলে অতিরিক্ত পরিশোধিত মুনাফা ভবিষ্যতে প্রদেয় মুনাফার বিপরীতে কিস্তি আকারে ব্যাংক কর্তৃক নির্ধারিত পরিশোধ সূচি অনুযায়ী সময় নিশ্চিত করতে হবে। অন্যসব আমানতের ক্ষেত্রে ইতিপূর্বে প্রদত্ত সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ভৈরবে বগি লাইনচ্যুত: ৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা : আসামি মিজান গ্রেপ্তার
দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা
গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৫
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন
অর্থনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝