স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি জনগোষ্ঠী জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলায় এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। উপজেলার উত্তর বাজার এলাকায় মদন মোহন মন্দর প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভা শেষে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এভাবে বিদেশ থেকে এসে রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ততা নেই, জনগণের জন্য কোনো সেক্রিফাইস নেই, জাস্ট ঘটনাচক্রে চেয়ারে আসীন হয়ে এখন একটা গণভোট চাপিয়ে দিল। এই গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই, তবে নৈতিক ভিত্তি আছে।
তিনি বলেন, গণভোটে সংবিধান সংশোধন হবে, যেটা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। তবে বর্তমানে ঢাকার একটি এলিট গোষ্ঠী জনগণের ওপর বিষয়টি চাপিয়ে দিয়েছে। আমাদের দেশ এখনও এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়।
তিনি দাবি করেন, আমাদের দল (বিএনপি) এটাতে প্রথমে রাজি হয়নি। বিএনপি রাজি না হলে, দেখা গেল নির্বাচনি হবে না। তাই বিএনপি জুলাই সনদের সই করেছে। সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়েই ‘হ্যাঁ’ ভোটের দেয়ার পক্ষে অবস্থান নিয়েছি।
ডার্ক টু হোপ/এসএইচ