রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬,
৫ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
খেলাধুলা
বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়ে নতুন প্রস্তাব
স্পোর্টস ডেস্ক
Publish: Sunday, 18 January, 2026, 1:08 AM

বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ততই আলোচনা জোরদার হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে দুই দফা ই-মেইল চালাচালির পর ভার্চুয়াল মিটিংয়েও আসেনি সিদ্ধান্ত। যে কারণে আজ বাংলাদেশ সফরে এসেছিলেন আইসিসির প্রতিনিধি দল।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে শুরু হয় মিটিং। মিটিং শেষে কিছুটা আশার কথাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক বিবৃতিতে বিসিবি জানায়, আইসিসির সঙ্গে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। যেখানে দুই পক্ষই খোলামেলাভাবে বিভিন্ন ইস্যুতে কথা বলেছে। মিটিংয়ে নতুন করে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তর করার প্রস্তাব এবং সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

বিবৃতিতি আরও জানানো হয়েছে, ‘বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আবারও নিজেদের অবস্থান পূনঃব্যক্ত করেছে বিসিবি। একইসাথে বাংলাদেশ দল, সমর্থক, গণমাধ্যম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগের কথা আইসিসিকে অবহিত করেছে।

বৈঠকে আইসিসি প্রতিনিধিদলের হয়ে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (ইভেন্টস এবং কর্পোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা এবং জেনারেল ম্যানেজার (ইন্টিগ্রিটি ইউনিট) অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব সাক্সেনা ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হন।

এর আগে ভারতের উগ্র হিন্দুত্বাবদীদের দাবির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি বিসিবি। জরুরি বোর্ড মিটিং সিদ্ধান্ত নেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর। সরকারও বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।

বিষয়টি জানিয়ে আইসিসিকে দুইবার আনুষ্ঠানিকভাবে ই-মেইল করেছে বিসিবি। বিসিবি সর্বপ্রথম ইমেইল করেছিল গত ৪ জানুয়ারি। পরবর্তীতে সেই ইমেইলের উত্তর দিয়ে বিসিবির কাছে থেকে বাংলাদেশের শঙ্কার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিল আইসিসি।

গত ৮ জানুয়ারি আবারও বিসিবি ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ইমেইল করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।

পরে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে মিটিং করেছে বিসিবি। সেখানে বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য জানায় আইসিসি। তবে নিজেদের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখার কথা জানিয়ে দিয়েছে বিসিবি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০
আগামী ৫ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
বিচ্ছেদের মাঝে নতুন খবর তাহসানের
বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়ে নতুন প্রস্তাব
ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝