গাজীপুরের শ্রীপুরের একটি পুকুরে মাছ ব্যবসায়ীদের ফেলা জালে ‘ককটেল’ ভর্তি ব্যাগ উঠে এসেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে ককটেলগুলি পাওয়া যায় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ।
স্থানীয় মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, তারা তিন মাছ ব্যবসায়ী পিয়ার আলী কলেজের পুকুরটি ইজারা নিয়েছেন। শুক্রবার সকালে তারা পুকুরে জাল টেনে মাছ ধরার জন্য নামেন।
এ সময় জালে একটি ব্যাগ উঠে আসে। পরে ব্যাগে স্কচটেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে পুলিশ, পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্য ও সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের সদস্যরা ঘটনাস্থলে যান। এছাড়াও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের খবর দিয়েছে পুলিশ।
ওসি নাসির আহমদ বলেন, ঘটনাস্থল ব্যাগে স্কচটেপ মোড়ানো ৭-৮টি ককটেল পাওয়া গিয়েছে। বোম ডিসপোজাল ইউনিট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে।
ডার্ক টু হোপ/এসএইচ