রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬,
৫ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
আইন-আদালত
পাবনা-১ ও ২ আসনের স্থগিত নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 13 January, 2026, 6:35 PM

স্থগিত হওয়া পাবনা-১ ও পাবনা-২ আসনের সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৯ জানুয়ারি আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আপিল বিভাগের নির্দেশনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহালসংক্রান্ত নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাসসংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১৭ সেপ্টেম্বর রুল জারি করা হয়। পরে চূড়ান্ত শুনানি শেষে ১৮ ডিসেম্বর হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন।

রায়ে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে ইসির গেজেটের অংশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে আগের সীমানা অনুযায়ী গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে পুরো সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভাসহ বেড়া উপজেলার চারটি ইউনিয়ন (হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা) নিয়ে পাবনা-১ আসন এবং বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসন পুনর্গঠন করা হয়।

এই সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা নিয়েই বর্তমানে আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০
আগামী ৫ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
বিচ্ছেদের মাঝে নতুন খবর তাহসানের
বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়ে নতুন প্রস্তাব
ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
আইন-আদালত- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝