রবিবার, ১১ জানুয়ারি ২০২৬,
২৮ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
সিরিয়ায় আইএস ঘাঁটিতে মার্কিন বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 11 January, 2026, 11:47 AM

সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএস-এর একাধিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরণের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অভিযানের ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

মূলত, শনিবার (১০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এসব হামলা চালানো হয়। ‘অপারেশন হক আই স্ট্রাইক’-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে, যা গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় নেয়া পদক্ষেপ।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই হামলার উদ্দেশ্য।

সেন্টকম বলেছে, ‘আমাদের বার্তা স্পষ্ট ও শক্তিশালী— তোমরা যদি আমাদের যোদ্ধাদের ক্ষতি করো, আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যেখানেই থাকো না কেন, যতই ন্যায়বিচার এড়িয়ে চলার চেষ্টা করো, তোমাদের হত্যা করব।’

সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি স্থানে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। অভিযানে এফ‑১৫ই, এ‑১০, এসি‑১৩০জে, এমকিউ‑৯ ও জর্ডানিয়ান এফ‑১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের সাথে এই অভিযানে অংশ নেয় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। তবে এ হামলায় কেউ নিহত হয়েছে কি না— সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এমনকি এই ইস্যুতে পেন্টাগনের তরফ থেকেও কোনো মন্তব্য আসেনি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
৪০০ বছরের পুরনো যৌনপল্লীর গল্পে সিনেমা, প্রকাশ্যে ট্রেলার
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুটি বেঁচে আছে
শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ-প্রচারণা নিষিদ্ধ
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝