পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সাথে দেখা করেছেন। সম্মেলন কক্ষে ৪৫ মিনিটের এই বৈঠকে এই দম্পতি একে অপরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
আদিয়ালা কারাগারে বন্দী থাকাকালীন এই দম্পতির সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ২০২৩ সালের আগস্ট থেকে বেশ কয়েকটি মামলায় কারাগারে রয়েছেন।
কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা সমস্ত মামলায় অন্যায়ের কথা অস্বীকার করেছেন। তার দল বলেছে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
গত মাসে, তোশাখানা-২ মামলায় একটি বিশেষ আদালত বিলাসবহুল রাষ্ট্রীয় উপহার কম দামে কেনার ঘটনায় এই দুজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ