Publish: Friday, 2 January, 2026, 10:50 PM

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের উত্তাল শাহবাগ। ইনকিলাব মঞ্চের ডাকে সাড়া দিয়ে অনেকেই যুক্ত হন আন্দোলনে। আগামী ২০ জানুয়ারির মধ্যে হত্যাকারীরা গ্রেপ্তার না হলে, আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এছাড়া শনিবার থেকে সারা দেশে হবে মার্চ ফর ইনসাফ।
টানা স্লোগানে যেন কাঁপছে শাহবাগ। ইনকিলাব মঞ্চের আহ্বানে শুক্রবার ফের আন্দোলনে যোগ দেয় ছাত্র-জনতা। আধিপত্যবাদবিরোধী বক্তব্যে তুমুল জনপ্রিয়তা পাওয়া ওসমান হাদিকে হত্যার বিচার চায় মানুষ।
হাদিকে পেছন থেকে গুলি করার ২০ দিন পেরিয়ে গেছে। প্রথম দিনেই মূল সন্দেহভাজন হিসেবে দুজন চিহ্নিত হলেও, এখনও তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তদন্তের অগ্রগতিও অজানা, বলছেন ইনকিলাব মঞ্চের নেতারা।
চলতি মাসের মধ্যে বিচারের কার্যক্রম সম্পন্ন করার দাবি নেতাদের। নইলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘৭ জানুয়ারির মধ্যে শুধু খুন যারা করেছেন, তারা নন, এই খুনের পেছনে যারা রয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার করতে হবে।’
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে, দেশ জুড়ে আগামী কয়েকদিন চলবে মার্চ ফর ইনসাফ কর্মসূচি। ৭ তারিখে দেওয়া হতে পারে নতুন ঘোষণা।
ডার্ক টু হোপ/এসএইচ