Publish: Friday, 2 January, 2026, 10:43 PM

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় দুপুরে তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিস্তারিত ৪৮ ঘণ্টা পর জানা যাবে।
ডার্ক টু হোপ/এসএইচ