Publish: Monday, 29 December, 2025, 9:10 PM

প্রায় ১২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার ভোরে ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের লোহার দণ্ড খুলে নেওয়ায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে বিকল্প রেলপথে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় যমুনা এক্সপ্রেস ট্রেন। তাছাড়া চার ট্রেনের যাত্রা বিরতি বাতিল ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। সর্বশেষ বিকেল ৩টার দিকে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি উদ্ধার শেষে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
গফরগাঁও রেলস্টেশনের স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ভোর রাতে কে বা কারা ২০ ফুটের মতো লাইন খুলে ফেলেছে। আমরা ঘটনাস্থলে যাই। এরপর অগ্নিবীণা এক্সপ্রেসের লাইনচ্যুত ইঞ্জিনসহ দুই বগি উদ্ধার করা হয়। বিকেল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
জানা যায়, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন প্রদানের পর থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনার জের ধরে শনিবার (২৭ ডিসেম্বর) থেকে মনোনয়নবঞ্চিত এ বি সিদ্দিকুর রহমান ও মো. মুশফিকুর রহমানের অনুসারীরা রেললাইন অবরোধসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে ট্রেন ও গণপরিবহণ বন্ধ করে দেয়।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে তারাকান্দা থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়। দুষ্কৃতিকারীরা ২০ থেকে ২৫ ফুট রেললাইনের পাত কেটে ফেলে। এতে করে ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ রয়েছে। গফরগাঁও রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকারী দুটি ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিন ও দুই বগি উদ্ধার করেছে।
এদিকে, সোমবার দুপুরে মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশ করে টিকিট কাউন্টার ভাঙচুর করে।
ডার্ক টু হোপ/এসএইচ