শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫,
৬ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শিক্ষা
ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি ও ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত
নিউজ ডেস্ক
Publish: Friday, 19 December, 2025, 2:18 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে (ক-ইউনিট) ভর্তি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির সহকারী পরিচালক ও সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট ক্যাম্পাসে ইউজিসির নিয়োগ পরীক্ষায় ১৫টি পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১জন প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল শনিবার।

শুক্রবার সকালে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক শামসুল আরেফিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে 'অনিবার্য কারণে' পরীক্ষা স্থগিতের বার্তা দেওয়া হয়।

কমিশন বলছে, নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. ইমরান হোসেন পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুয়েট ক্যাম্পাসে বিকালে ১৫টি পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১জন চাকরিপ্রার্থীর এ পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।”

এদিকে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।

“সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে ২০ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠেয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

পুলিশের ধাক্কায় মোটরসাইকেল উল্টে ট্রাকের নিচে, ২ তরুণ নিহত
মাগুরায় ভূমি কার্যালয়ে আগুন: ৩ আসামি গ্রেপ্তার
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসছে শনিবার
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-আগুন: সম্পাদক পরিষদ-নোয়াবের নিন্দা
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝