Publish: Monday, 8 December, 2025, 11:53 PM

সৌদি আরবে অগ্নিকাণ্ডে দ্বগ্ধ হয়ে মো. আলাউদ্দিন (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ সময়ে রাত ৮টা ৩০ মিনিটে সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
নিহত আলাউদ্দিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের আবুল কালামের ছেলে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিহতের বড় ভাই আশিক হোসাইন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আলাউদ্দিন তিন বছর ধরে সৌদি আরব মদিনায় একটি বিস্কুট বেকারিতে চাকরি করে আসছেন। গত ২৭ নভেম্বর ভোরে সৌদি আরবের কর্মস্থল বিস্কুট বেকারিতে আগুনের চুলা জ্বালানোর সময় আগুনে দ্বগ্ধ হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সৌদি আরবের কিং সৌদ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করে।
পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের কিং সৌদ মেডিকেল সিটি হাসপাতালে গত ১২ দিন চিকিৎসাধীন ছিলেন আলাউদ্দিন। রোববার সৌদি সময় বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
আলাউদ্দিনের পিতা-মাতা, ভাইবোনসহ ১ সন্তান ও স্ত্রী রেখে যান।
নিহতের বড় ভাই সৌদি প্রবাসী বিএনপি নেতা আশিক হোসাইন বলেন, ছোট ভাইকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। দ্রুততর সময়ে তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।
ডার্ক টু হোপ/এসএইচ