সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মনসুর আজাদ ফজলুল বিগ টিকিটের এক লাখ দিরহামের নগদ পুরস্কার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৩ লাখ ৩০ হাজার টাকা। ছয় বছর ধরে আমিরাতে বসবাসকারী ৪২ বছর বয়সী এই ব্যবসায়ী গত দুই বছর ধরে নিয়মিতভাবে প্রতি মাসেই বিগ টিকিট কিনে আসছিলেন। খবর গালফ নিউজের।
মনসুর সাধারণত বড় একটি বন্ধু-গ্রুপের সঙ্গে মিলেই টিকিট কেনেন। এবারও ব্যতিক্রম হয়নি-৫০ জন বন্ধুর সঙ্গে মিলে একটি টিকিট কেনেন তারা। ভাগ্য খোলে সবার, আর পুরস্কারের অর্থ ভাগাভাগি করে তা পরিণত হয় সম্মিলিত উদযাপনে।
ভারতীয় এক নারী প্রবাসীর পরপর দুই দিনে দু’টি বিগ টিকিট জেতার ঘটনাও। আর আগেই প্রথমবারের চেষ্টাতেই ২ লাখ ৫০ হাজার দিরহাম জিতেছিলেন আরেক বাংলাদেশি কাঠমিস্ত্রি। মনসুর বলেন, 'অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলাম। বিশ্বাস ছিল-২০২৫ সালেই আমার ভাগ্য খুলবে। আলহামদুলিল্লাহ, তাই-ই হলো।'
পুরস্কারের টাকা তিনি কীভাবে ব্যয় করবেন, তা এখনো ঠিক করেননি। তবে তিনি আগের মতোই আশাবাদী-এ মাসের ড্র-এর জন্য তিনি ইতিমধ্যেই নতুন বিগ টিকিট কিনে ফেলেছেন।
ডার্ক টু হোপ/এসএইচ