Publish: Saturday, 6 December, 2025, 11:01 PM

বরিশালের আড়িয়ালখাঁ নদীর ওপর নির্মিত সেতুর নামকরণকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠেছে। সেই উত্তেজনা শেষ পর্যন্ত হামলায় রূপ নেয় এবং পণ্ড হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠান। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মুলাদীর কাচিরচর এলাকায় এই ঘটনা ঘটে।
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করার কথা ছিল।
তবে তিনি অনলাইনে যুক্ত হওয়ার আগেই একদল লোক অনুষ্ঠানস্থলে ঢুকে ভাঙচুর চালায়। প্যান্ডেল ভেঙে দেয় এবং অনুষ্ঠান পুরোপুরি বাতিল হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুটি অনলাইনে উদ্বোধনের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় উত্তেজিত জনতা প্রশাসনের সামনে হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, গৌরনদীর সরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদীর নাজিরপুরের মাঝ দিয়ে বয়ে যাওয়া আড়িয়ালখাঁ নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’ নির্মাণ করছে। এখনো পুরো কাজ শেষ হয়নি।
এ অবস্থায় স্থানীয়দের না জানিয়ে ‘সৌহার্দ্য সেতু’র নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়। এতে ক্ষোভ ছড়ায় এলাকাজুড়ে। সেই ক্ষোভই শনিবার হামলায় গড়ায়।
এলাকাবাসীর অভিযোগ, সেতুটি নির্মাণে অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুর ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে দাওয়াতই দেওয়া হয়নি।
বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকে অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে সাবেক সচিব এমদাদুল হক মজনুর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হামলার কারণে উদ্বোধনী অনুষ্ঠান করা যায়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেতুটির নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামে উদ্বোধনের দিন ঠিক করা হয়েছিল। তবে নাম নিয়ে স্থানীয়দের আপত্তির প্রেক্ষিতে একটি অভিযোগও দেওয়া হয়েছিল। বিষয়টি জানানো হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। শনিবার স্থানীয়দের হামলার কারণে উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি।
ডার্ক টু হোপ/এসএইচ