Publish: Wednesday, 3 December, 2025, 12:04 AM

নাইজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বাদারু আবুবাকার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন বলে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে। বিবিসি মঙ্গলবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৬৩ বছর বয়সী আবুবাকারের বিদায় এমন এক সময়ে এলো, যখন দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি গুরুতর চ্যালেঞ্জের মুখে এবং একের পর এক গণ-অপহরণ মোকাবেলায় সরকার প্রবল চাপের মধ্যে রয়েছে।
গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর জানায়, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত অন্তত ৪০২ জনকে অপহরণ করা হয়েছে, যাদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী।
নিরাপত্তা সংকটের সর্বশেষ প্রমাণ হিসেবে রোববার উত্তরাঞ্চলে পৃথক দুটি অভিযানে সশস্ত্র দুর্বৃত্তরা অন্তত ২০ জনকে অপহরণ করেছে। অপহৃতদের মধ্যে ছিলেন এক খ্রিস্টান ধর্মযাজক, এক মুসলিম কনে ও তার বরযাত্রীর সদস্যরা।
মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের একটি ক্যাথলিক স্কুল থেকে অপহৃত ২৫০ শিক্ষার্থী ও ১২ শিক্ষক এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। এটিই সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে বড় গণ-অপহরণ।
এই অপহরণের পেছনে কারা জড়িত—তা এখনো স্পষ্ট নয়। অধিকাংশ বিশ্লেষক মনে করছেন, মুক্তিপণের দাবিতে অপরাধী চক্র এসব অপহরণ ঘটাচ্ছে। তবে প্রেসিডেন্টের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, সরকারের ধারণা—এর পেছনে জিহাদি গোষ্ঠীগুলো জড়িত।
আবুবাকার ২০২৩ সালের আগস্টে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান। কোন ধরনের স্বাস্থ্যসমস্যার কারণে তিনি পদত্যাগ করেছেন, তা পরিষ্কার নয়।
তিনি প্রেসিডেন্ট বোলা টিনুবুকে এক চিঠিতে তার সিদ্ধান্তের কথা জানান।
টিনুবুর দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং ‘দেশের জন্য তার সেবার’ জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।
এতে আরো বলা হয়, টিনুবু ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা বাড়িয়ে প্রায় ৫০ হাজারে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য আরো ২০ হাজার নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে।
আবুবাকার ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত উত্তরাঞ্চলীয় জিগাওয়া রাজ্যের দুই মেয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রায় দুই বছর আগে টিনুবুর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। নিজের জন্মরাজ্য জিগাওয়ায় জয় নিশ্চিত করতে তিনি টিনুবুকে সহায়তা করেন। এর পুরস্কার হিসেবেই টিনুবু ক্ষমতায় নেওয়ার পর তাকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেন।
ডার্ক টু হোপ/এসএইচ