বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বিষয়টি জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
২০২৩ সালে মণিপুরী মডেল ও অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা রণদীপ হুদা। তারকা জুটির বিয়ে অনুষ্ঠিত হয় মণিপুরী সংস্কৃতি অনুযায়ী।
তবে লিনকে পুত্রবধূ হিসেবে মানতে আপত্তি ছিল রণদীপের পরিবারের। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘লিন জাঠ সম্প্রদায়ের মেয়ে না হওয়ায় আপত্তি ছিল পরিবারের’। তবে সব বাঁধা পেরিয়ে বছর দুই আগে চার হাত এক করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন।
নিজের বিয়ে নিয়ে মজার ঘটনাও জানিয়েছিলেন রণদীপ। মণিপুরী রাজ্যের রীতি অনুযায়ী বিয়ের দিন অভিনেতার হাতে বাটি ধরিয়ে দিয়ে মূত্রত্যাগ করতে বলা হয়েছিল। ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।
তিনি বলেছিলেন, “মণিপুরের বিয়ের নিয়ম হলো একবার মাথায় পাগড়ি পরে নিলে, মাথা নাড়ানো যাবে না। বিয়ের আগে আমাকে একটি বাটি আর একটি ছাতা দেওয়া হয়। বলা হয়, যদি মূত্রত্যাগের প্রয়োজন হয় তাহলে ছাতা খুলে নিজেকে আড়াল করে সেই বাটির মধ্যেই মূত্রত্যাগ করতে হবে। কারণ, আজকের এই মুহূর্তের জন্য তুমি-ই স্বয়ং ঈশ্বর! তাই এখন থেকে নড়াচড়া করা যাবে না।”
অভিনেতার জন্মস্থান ভারতের হরিয়ানাতে। মণিপুরী এবং হরিয়ানার সংস্কৃতি একেবারে আলাদা। ওই সাক্ষাৎকারে রণদীপ বলেন, “হরিয়ানিরা একটু কর্কশ, মণিপুরী সংস্কৃতি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। লিনের গায়ে এত স্বর্ণ ছিল যা দেখে আমি একবার বলে উঠলাম— ‘এখন তো একটা সিনেমা বানানো যায়।”
ডার্ক টু হোপ/এসএইচ